ইনভেনশান কোচিং সম্পর্কে

কেন কোচিং প্রয়োজন?
এক / দু'টি বছর একই বই পড়াশুনা করেও অতীতে অনেক ছাত্রছাত্রী ব্যর্থ হয়েছে এবং বর্তমানেও হচ্ছে। তাই আমরা বলতে পারি সময়ের প্রতি যাদের শ্রদ্ধা নেই, তারাই পৃথিবীতে নিঃস্ব, বঞ্চিত ও পরমুখাপেক্ষী। যারা সময়কে সাধন করতে পারেনি, তাদের আমি বলব মানবজাতির জন্য বিধাতার শ্রেষ্ঠ দান হচ্ছে মহামূল্যবান সময়। তাই স্কুলের পাশাপাশি কোচিং সেন্টারও সময় মূল্যায়ন করে একই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে।
মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য কিছু কথা:
কিশোরগঞ্জ শহরে ‘ইনভেনশানই’ একমাত্র প্রতিষ্ঠান যাদের গবেষণা শুধুমাত্র ‘মানবিক’ ও ‘ব্যবসায় শিক্ষা’ শাখা নিয়ে। যার ফলে আমরা কিশোরগঞ্জ শহরে ‘মানবিক’ ও ব্যবসায় শিক্ষা শাখায় সর্বাধিক Golden A+ ও A+ অর্জন করে আসছি। A+ এর সংখ্যা দ্বারা যদি কোচিং এর গুণগত মান বিচার করা হয়, তবে আমি বলব প্রত্যেকটি কোচিংয়ের সিংহভাগ A+ আসে বিজ্ঞান শাখা থেকে। কিছু সংখ্যক কোচিং সেন্টার বিজ্ঞান শাখার A+ দ্বারা মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের প্রলোভন দেখিয়ে প্রতারিত করছে। তারা বিজ্ঞান শিক্ষার্থীদের জন্যই চিন্তা-চেতনা ও ১০০% দেওয়ার চেষ্টা করে এর ফলে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা অবহেলিত ও বঞ্চিত হয়। কিন্তু কিশোরগঞ্জ শহরে আমরা একমাত্র মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য ১০০% সেবা নিশ্চিত করে থাকি।

মানচিত্রে অবস্থান